২৯ ডিসেম্বর পঞ্চগড়ের বোদা পৌরসভার নির্বাচন

বাংলাদেশ
Spread the love

ডেস্ক : আগামী ২৯ ডিসেম্বর পঞ্চগড়ের বোদা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) মো. জাহাঙ্গীর আলম বোদা পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর এবং ২৯ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে অনুষ্ঠিত হবে।
পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।