২য় বিভাগ ক্রিকেট লিগ: আগমনী ক্রীড়া চক্র ও ডালিম স্মৃতি সংঘ জয়ী

খেলা
Spread the love

বাংলা বাণী:
শনিবার বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, ২য় বিভাগ ক্রিকেট লিগের ১ম খেলায় আগমনী ক্রীড়া চক্র ৮৪রানে করতোয়া একাদশকে পরাজিত করে। টসে জিতে আগমনী ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করে নির্দ্ধারিত ২৫ ওভারে ৮উইকেট হারিয়ে মাত্র ১৮৯রান করে। দলের পক্ষে লিটন-৩৪, মাহি-৩০, সাফা-২৯, স্বপন-২০রান করে। প্রতিপক্ষের বোলার রিফাত-২ করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে ২২.২ওভারে ১০উইকেটে হারিয়ে ১০৫ রান করে। দলের মানিক-২৭, তাহের-১৫রান করে। প্রতিপক্ষের রনি-৪, হানিফ-২টি, লিখন-২টি করে উইকেট লাভ করে।

দিনের অপর খেলায় ডালিম স্মৃতি সংঘ ৪ উইকেটে পিংকি স্মৃতি সংঘকে পরাজিত করে। টসে জিতে পিংকি স্মৃতি সংঘ প্রথমে ব্যাট করে ২২.১ ওভারে ১০উইকেট হারিয়ে ১০৩রান করে। দলের পক্ষে সুদীপ্ত-২২, পলাশ-২০, তুষার-১২ রান করে। প্রতিপক্ষের বোলার সোহেল-৪টি, রাফি-৩টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে ডালিম স্মৃতি সংঘ ১৯.৫ ওভারে ৬উইকেটে হারিয়ে ১০৫ রান করে। দলের পক্ষে মানিক-২৯, সোহেল-১৯, ফারুক-১২ রান করে। প্রতিপক্ষের বোলার সৌরভ-৩টি উইকেট লাভ করে। ম্যাচ পরিচালনা করে- ফিরোজ, বিপুল ও রুবেল স্কোরার- রাজা।