‘প্রধানমন্ত্রী আপনার মাথায় তো অনেক বুদ্ধি, আপনি তো বঙ্গবন্ধুর কন্যা। আপনার এত ভয় কীসের? আপনি তো অনেক উন্নয়ন করেছেন। একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনার জনপ্রিয়তা যাচাই করুন।’ ঠিক এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, নির্বাচন নিয়ে আর জ্বল ঘোলা করতে দেয়া হবে না।
শুক্রবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তাতে বুঝা যায় এ দেশে ভাল কোন নির্বাচনের সুযোগ নাই। তিনি আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারি মার্কা আরেকটি নির্বাচন করবেন।’
দুদু বলেন, সময় হলেই বিএনপি তাঁদের শক্তি প্রদর্শন করবে। যেখানে সাধারণ জনগন বিএনপিকে সর্বাত্মক সমর্থন দিবে।
জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ প্রমুখ।

