রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যান চালক  নিহত

দেশবাণী
Spread the love
সুদর্শন কর্মকার,রাণীনগর থেকে: নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির উদ্দীন (২৩)
নামে ভ্যান চালক এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার একডালা ইউনিয়নের
রাজাপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত মনির উদ্দীন ওই গ্রামের মকবুল হোসেন মকুর ছেলে।
স্থানীয় সুত্রে জানাগেছে.মনির উদ্দীন পেশায় একজন অটো চার্জার ভ্যান চালক। প্রতিদিনের
ন্যায় সারা দিন ভ্যান চালিয়ে বৃহস্পতিবার সন্ধায় চার্জে দিয়ে রাখে। এর পর শুক্রবার সকালে
বিদ্যুতের বোর্ড থেকে চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। লোকজন দেখতে পেয়ে তাকে
উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষনা করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির উদ্দীন নামে এক যুবক মারা যাবার সংবাদ পেয়েছি। তবে এঘটনায়
কেউ কোন অভিযোগ দেয়নি।