বাজারের নিরাপত্তায় বগুড়া রাজাবাজার আড়ত দার ও ব্যবসায়ী সমিতির আলোচনা সভা

বাংলাদেশ
Spread the love
বাংলা বাণী :

বগুড়া রাজাবাজার আড়তদার ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাজারে গেট ও বহিরাগত অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে বাজারের সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, বাজার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দুলাল প্রসাদ সাহা, যুপ্ম আহবায়ক গৌতম দত্ত, সহ-সাধারণ সম্পাদক শেফাতুল্লাহ বাবু, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, সদস্য পায়েল হোসেন ব্যবসায়ী শাহ আলম, মিন্টু, মুজাহিদ প্রমুখ।
বক্তারা বাজারে বহিরাগত সন্ত্রাসীদের প্রতিহত করতে বাজারে গেট নির্মাণ, পাশাপাশি সকল ব্যবসায়ীদের এক হয়ে থাকার আহ্বান জানান।