
বাংলা বাণী:
সমাবেশে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলে পেছন থেকে ধাক্কা দেয়ায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলেল প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় শহর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মেফতা আল রশিদ মিল্টন ছুরিকাঘাতে ও শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রতন মারপিটে আহত হয়েছে। এঘটনার সময় জেলা বিএনপির আহবায়ক ও অনুষ্ঠানের প্রধান অতিথি রেজাউল করিম বাদশা, যুগ্ম আহবায়ক ফজলুল বারি তালুকদার বেলাল মঞ্চে উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষথেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে বিকেলে শহরে আলতাফুন্নেছার খেলার মাঠথেকে একটি মিছিল বের হয়ে নবাববাড়ী সড়কস্ত দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সরকার মুকুলর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা। বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ফজলুল বারি তালুকদার বেলাল, জেলঅ ছাত্রদলের সভাপতি আবু হাসান।
সমাবেশে সভাপতির বক্তব্য শুরুর কিছু পরেই পেছন থেকে ধাক্কা দেয়ার অভিযোগ এনে তিনি বলতে থাকেন, পেছন থেকে ধাক্কা দেন কেন। আপনার কথায় সংক্ষিপ্ত বক্তব্য দিব আমি। আমার যতটুকু বক্তব্য দেয়ার ততটুকু দিব। আপনে পিছন থেকে ধাক্কা দেন কেন। এসময় মঞ্চে উপস্থিত অতিথিসহ অন্যরা তাকে থামানোর চেষ্টা করতে থাকে। এর এক পর্যায়ে সমাবেশ মঞ্চে ও মঞ্চের সামনেই আহবায়ক ও যুগ্ম আহবায়ক গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এসময় অতিথিরা মঞ্চথেকে নেমে জেলা বিএনপির কার্যালয়ের ভেতরে চলে যান। এর কিছু সময় পরেই বিএনপি কার্যালয়ের সামনে মেফতা আল রশিদ মিল্টনকে ছুরিকাঘাত করা হয়। এছাড়াও মারপিট করে রবিউল ইসলাম রতনকে আহত করা হয়। পরে নেতা কর্মীরা মিল্টনকে নিয়েগিয়ে ডায়াবেটিকস হাসপাতালে ভর্তি করে দেয়।
হাসপাতালে ছুরিকাঘাতে আহত শহর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মেফতা আল রশিদ মিল্টন বলেন, আমার পরিচিত যুবদলের এক সদস্যকে স্বেচ্ছাসেবক দলেল আহবায়ক গ্রুপের ছেলেরা মারপিট করছিলো। আমি ওই ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তারা আমাকেও মারপিট শুরু করে। একপর্যায়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আমাকে তারা ছুকরকাঘাত কজরে। এসময় আমি দৌরে গিয়ে বিএনপি কার্যালয়ের ভেতরে থাকা নেতাদের সামনে দিয়ে পড়ে যাই।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল বলেন, আমি অসুস্থ্য। মঞ্চে আমি বক্তব্য দেয়ার সময় দু্ইবার পেছন থেকে ধাক্কা দিয়েছে। আমি সেখান থেকে চলে আসার পর সেখানে কি ঘটেছে বলতে পারবোনা।
বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহীনুজ্জামান জানান, স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে হামলায় একজন ছুরিকাহত হয়েছেন।

