
বাংলা বাণী:
বগুড়া ফাঁপোড় ইউনিয়ন শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে এই সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। বিশেষ বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হক ঠান্ডু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, লিটন শেখ বাঘা প্রমূখ।
সম্মেলনে সজল সাকিদারকে সভাপতি ও হযরত আলীকে সাধারণ সম্পাদক করে ফাঁপোড় ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন করা হয়।

