
বাংলা বাণী:
মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাবার সময় বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মিনার হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মিনার হোসেন বগুড়া শহরতলীর ছিলিমপুর এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় একজন মোটর গ্যারেজ শ্রমিক। বুধবার বেলা ৩টার সময় এ ঘটনা ঘটে।
মিনারের প্রতিবেশীরা জানান বেলা তিনটার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মিনার। এসময় সান্তাহার থেকে বগুড়াগামী লোকাল ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান মিনারের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে মর্গে রাখা হয়েছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।

