জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বগুড়ায় তিন দিনব্যাপি স্থিরচিত্র প্রদর্শনী

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী : ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০বছর উপলক্ষে বগুড়ায় তিন দিনব্যাপি স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের শহীদ খোকন পার্কে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ প্রদর্শনীর আয়োজন করে।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ভূরাজনৈতিক, সম্প্রসারণবাদী ও নব্য-ঔপনিবেশিক ষড়যন্ত্রের জাল থেকে মুক্ত করেন। জাতীয় সংকটের সেই ভয়াল মুহূর্তে দেশপ্রেমিক বিপ্লবী সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের পরাস্ত করে জিয়াউর রহমানকে নেতৃত্বে আনেন। ৭ নভেম্বরের পর থেকেই আত্মমর্যাদাসম্পন্ন ও স্বাতন্ত্র্যবোধের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশি জাতীয় সংস্কৃতি ও পরিচয়ের বিকাশ শুরু হয়। নতুন ভোরের সেই ইতিহাসের নায়ক হয়ে ওঠেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। সেই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, জেলা যুবদলের সহ-সভাপতি এ্যাডভোকেট এনামুল হক পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মান শেখ, আনিছুল হক, রাশেদুল করিব রাশেদ, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদ সুজন, দপ্তর সম্পাদক রবি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, সহ-সভাপতি রাশেদুজ্জামান ওয়াসিম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, সহ-প্রচার সম্পাদক মোঃ সনেট, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিলুর রহমান শাওন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সরকার সিফাত, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান হিরা প্রমুখ। শেষে জেলা যুবদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রকশানার উদ্বোধন করা হয়।