আনচেলত্তিকে কোচ করায় ক্ষুব্ধ ব্রাজিলের প্রেসিডেন্ট

খেলা
Spread the love

বাংলা ডেস্ক :
কার্লো আনচেলত্তি এখনও আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নেননি। তবে একাধিক সংবাদ মাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ২০২৪ সালের জুন-জুলাইয়ে সেলেসাওদের ডাগ আউটে দাঁড়াবেন এই ইতালিয়ান কোচ।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজও একই রকম বার্তা দিয়েছেন। বর্তমানে আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ। ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি আছে তার। তিনি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ফার্নান্দো দিনিজ ব্রাজিলের ডাগ আউটে দাঁড়াবেন।

আনচেলত্তি কোচ হতে ‘রাজি’ হওয়ায় ব্রাজিলের নেইমার জুনিয়র, এদেরসন মোরালেস, রদ্রিগো গোয়েস, ভিনিসিয়াস জুনিয়রা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বিষয়টিকে মানতে পারছেন না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিনি কখনও ইতালি জাতীয় দলের কোচ ছিলেন না। তিনি কেন ইতালির (ফুটবল দল) সমস্যা দূর করতে পারেননি। গত বছর তো ইতালির বিশ্বকাপেও ছিল না।’

ব্রাজিল সর্বশেষ দুই বিশ্বকাপ খেলেছে স্থানীয় কোচ তিতের অধীনে। অভিজ্ঞ কোচ হিসেবে তার সুনাম আছে। অন্তবর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে দিনিজকে। তাকেও ভালো কোচ মনে করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। তার মতে, সমস্যা কোচে নয়, সমস্যা ব্রাজিলের আগের মতো ভালো ফুটবলার নেই।

লুলা বলেন, ‘সমস্যা দিনিজ নয়, সমস্যা হলো- আমাদের ভালো খেলোয়াড় নেই। যেমনটা আগে ছিল।’ কার্লো আনচেলত্তি শীর্ষ পর্যায়ের কোচ তা নিয়ে সম্ভবত ব্রাজিল প্রেসিডেন্টের সন্দেহ নেই। তিনি ব্রাজিলের প্রথা ভেঙে বিদেশি কোচ নিয়োগের বিপক্ষে বলেই মনে হচ্ছে।