অসাম্প্রদায়িক চেতনা নিয়েই আমরা যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছি-তানসেন

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী:
বগুড়া জেলা জাসদের সভাপতি ও বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন বলেছেন, আমাদের সোনার বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সকল ধর্ম বর্ণের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারে। এই অসাম্প্রদায়িক চেতনা নিয়েই আমরা যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছি। আমাদের এই ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করতে একটি সাম্পদায়িক গোষ্ঠী বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষে মানুষে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করতে চায়। এই বিভ্রান্তসৃষ্টিকারী সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীথেক সবাইকে সাবধান থাকতে হবে। যেখানেই তারা ধর্মের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চাইবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে। তাদের সেই অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।
তিনি শনিবার (৯ জুলাই) নন্দীগ্রাম উপজেলার হাটুয়া আলাইপুর এলাকায় রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন। এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার শান্তসহ এলাকার সর্বস্তরের জনতা।