১৮৮ রানের টার্গেট দিল সিলেট

খেলা
Spread the love

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ট আসরের ১৮তম ম্যাচে রংপুরুকে ১৮৮ রানের টার্গেট দিল সিলেট। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৮৭ রানে।

টসে হেরে শুরুতে সিলেটের পক্ষে ওপেনিংয়ে নামেন লিটন দাস ও সাব্বির রহমান। সাব্বির রহমান ২০ রানে ফিরে গেলেও তিব নম্বরে নামা ডেভিড ওরার্নারের সাথে জুটি গড়েন লিটন। মাত্র ৪৩ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ওপেনার। ব্যক্তিগত ৭০ রানে লিটন সাজঘরে ফিরলে ক্রিজে আসেন নিকোলাস পুরান। তিনি ১৬ বলে করেন ২৬ রানে ফিরলেও দলের হাল ধরে রাখেন ওয়ার্নার। ৩৬ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শেষ ওভারে একে একে বিদায় নেন ৬ রান করা আফিফ হোসেন এবং শূণ্য রানে জাকের আলি ০। শেষ বলে অলক কাপালি ক্রিজে আসলেও কোনো রান পান নি।

রংপুরের পক্ষে বল হাতে শফিউল ইসলাম ৪ ওভারে তুলে নেন তিনটি উইকেট। বেনি হাওয়েল ৩ ওভার বল করে পান একটি উইকেট।