স্বাস্থ্য অধিদফতরের
আশ্বাসে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে চাকরিপ্রত্যাশীরা।
সোমবার অবস্থান কর্মসূচি চলাকালে দুপুর পৌনে ১২টার দিকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ড. নাসিমা সুলতানা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ ও নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার আশ্বাস দেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ জানান, আমাদের ডিজি অসুস্থ। তিনি সুস্থ হয়ে অফিসে ফিরলে এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি বলেন, আন্দোলনকারীরা আশ্বাস পেয়ে তাদের কর্মসূচি প্রত্যাহার করে ফিরে গেছেন।
সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সামনে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু করে দেড় শতাধিক নিয়োগপ্রত্যাশী।
নিয়োগ প্রত্যাশীরা জানান, ২০১২-১৩ সালে ৯ জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা নেয় স্বাস্থ্য অধিদফতর।জুলাইয়ে ফল প্রকাশিত হয়। এরপর জুলাই থেকে দুই মাসব্যাপী মৌখিক পরীক্ষাও হয়। কিন্তু অজানা কারণে ওই পরীক্ষা বাতিল করে স্বাস্থ্য অধিদফতর। তারা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
পরে আদালত ও স্বাস্থ্য মন্ত্রণালয় ফল প্রকাশে সুস্পষ্ট নির্দেশনা দেয়। তা সত্ত্বেও এখনও ওই পরীক্ষার ফল প্রকাশ করেনি স্বাস্থ্য অধিদফতর। অনতিবিলম্বে ওই পরীক্ষার ফল প্রকাশ ও তাদের নিয়োগের দাবিতে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
কর্মসূচিতে অংশ নেয়া আলী আজগর নামে একজন নিয়োগ প্রত্যাশী বলেন, আমরা অনেক দিন থেকেই ধৈর্য ধরে আছি। আজ ফল প্রকাশ পাবে, তো কাল- এভাবেই কালক্ষেপণ করা হচ্ছিল। আদালতের নির্দেশনা এবং মন্ত্রণালয়ের নির্দেশনাও তোয়াক্কা করছে না অধিদফতর। তাই নিজেদের অধিকার আদায়ে রাজপথে নেমেছি। চাকরির নিশ্চয়তা নিয়েই ঘরে ফিরব।

