সৌদিতে গিয়ে লাশ হলো কটিয়াদীর নান্টু বর্মণ

দেশবাণী
Spread the love

বাংলাবাণী ডেস্ক ঃ সংসারের স্বচ্ছতা ফেরাতে সৌদি আরব গিয়ে লাশ হলো নান্টু চন্দ্র বর্মন (২৩) নামে এক যুবক। নান্টু বর্মণ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত জ্ঞান চন্দ্র বর্মনের ছেলে।

তিনি বলেন, নান্টুর মারা যাওয়ার বিষয়টি তার সহযোগী শ্রমিক রমজান মিয়া মোবাইল ফোনে আমাকে জানান। সংসারে আর্থিক স্বচ্ছলতার জন্য সহায় সম্বল বিক্রি করে মাত্র চারমাস আগে তাকে সৌদি আরব পাঠিয়েছিলাম। আমাদের মা-বাবা বেঁচে নেই। নান্টু আমাদের অত্যন্ত আদরের ছোট ভাই ছিল। তাকে হারিয়ে আমরা আজ দিশেহারা। তার লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।