সোলাইমানি হত্যা: ইরানের রাষ্ট্রদূতকে তলব কুয়েতের

আন্তর্জাতিক
Spread the love

বাংলাবাণী ডেস্কঃ ইরানের রাষ্ট্রদূতকে শুক্রবার তলব করেছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন ড্রোন হামলায় আল-কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরানের এক শীর্ষ কর্মকর্তা কুয়েতকে জড়ানোয় এমন ঘটনা ঘটেছে।

এতে প্রচণ্ড বিস্মীত হওয়ার কথা জানিয়েছেন কুয়েতের উপপরাষ্ট্র মন্ত্রী খালেদ আল-জারাল্লাহ।

ইরানের বিপ্লবী গার্ডসের এয়ারোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিজাদেহ কুয়েতকে জড়িয়ে ওই বক্তব্য দিয়েছেন বলে খবরে দাবি করা হয়েছে।

ইরানি রাষ্ট্রদূতকে জারাল্লাহ বলেন, বাগদাদের ওই প্রাণঘাতি হামলায় যে কোনো ভূমিকার কথা আগেই অস্বীকার করেছে কুয়েত। কাজেই বিপ্লবী গার্ডসের এ ধরনের দাবিতে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।- খবর এএফপির