সোলাইমানির জানাজায় মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: রুহানি

আন্তর্জাতিক
Spread the love

বাংলাবাণী ডেস্কঃ মার্কিনিদের গুপ্তহত্যার শিকার আল-কুদস ফোর্সের প্রধান ও বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানির জানাজার নামাজে লাখো-লাখো জনতার উপস্থিতি মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরাক ও ইরানের বিভিন্ন শহরে সোলাইমানির জানাজার নামাজের কথা উল্লেখ করে রুহানি বলেন, কোটি কোটি জনতার এই উপস্থিতি যুক্তরাষ্ট্রকে অপমানিত করেছে।

তিনি বলেন, মার্কিন সরকার এমন কূটনৈতিক সংকটে পড়েছে যে, সে তার মিত্রদেরকেও জেনারেল সোলাইমানিকে হত্যা করার পক্ষে কাছে টানতে পারেনি।