সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন

দেশবাণী
Spread the love

বাংলাবাণী ডেস্কঃ ঢাকা থেকে সিলেটগামী ট্রেন পারাবত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ব্রাক্ষ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা যায়নি। আগুন নেভানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা (ডিটিও) ওমর ফারুক বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ১ ঘণ্টা পরেই এতে আগুন লাগার কথা শুনতে পাই। এ দুর্ঘটনায় ওই লাইনে ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।