সাত গ্রামবাসী দুর্ভোগে

দেশবাণী
Spread the love

বাংলাবাণী ডেস্ক : কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের গাবতলী দক্ষিণপাড়া এলাকায় একটি মৎস্য খামারের কারণে সড়কে সাত গ্রামবাসীর চলাচলে দুর্ভোগ হচ্ছে। পুকুরের পাশ দিয়ে সড়কটিও পানির সঙ্গে বিলীন হতে চলেছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

কালিয়াকৈর থেকে বড়ইবাড়ী সড়কের গাবতলী এলাকায় শ্রীফলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাবতলী দক্ষিণপাড়ার ইসহাক মিলিটারির বাড়ি থেকে হাজি আহাম্মদ মুন্সীর বাড়ি পর্যন্ত একটি পুরোনো রাস্তা রয়েছে। রাস্তাটি গাবতলী দক্ষিণপাড়া থেকে উপজেলার জানেরচালা পর্যন্ত চলে গেছে। ওই রাস্তাটি প্রস্থে ৩০ থেকে ১৬ ফুট পর্যন্ত। এক সময় এ রাস্তা দিয়ে গরুর গাড়ি, মহিষের গাড়িসহ নানা ধরনের যানবাহন চলাচল করত। বর্তমানে রাস্তাটি দিয়ে হেঁটে যাওয়া দুস্কর হয়ে পড়েছে। রাস্তাটির পাশে ওই এলাকার সিদ্দিকুর রহমানের সোনিয়া মৎস্য খামার নামে একটি মৎস্য খামার রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পশ্চিম পাশে বাঁধ দিয়ে মাছের খামার করে মাছ চাষ করা ও জবর দখলের ফলে রাস্তাটি বন্ধ হয়ে গেছে। সড়কের বিষয়টি সমাধানের জন্য এলাকার ভুক্তভোগীরা ২০১৭ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদনও করেছিলেন; কিন্তু দীর্ঘদিনেও এর কোনো সমাধান হয়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে মাটি ফেললেও পুকুরের পাড়টি ঢালু হওয়ার কারণে মাটি মৎস্য খামারে চলে গিয়ে রাস্তাটি অস্তিত্ব হারিয়ে ফেলেছে। রাস্তাটি দিয়ে গাবতলী, জানেরচালা, খালপাড়, নামাশুলাই, সাহেরাবাজ, গোসাইরহাটসহ আশপাশের লোকজন চলাচল করত। এর সমস্যার কারণে ওই এলাকার লোকজনকে ৭ কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে যেতে হচ্ছে। তা ছাড়া শতাধিক বাড়ির লোকজনের একমাত্র রাস্তাটি বন্ধ থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাস্তা না থাকার কারণে ওই এলাকার নারী, শিশু, বৃদ্ধসহ অনেকেই চলাচল করতে পারছে না। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া যাচ্ছে না। বাড়ির মালপত্র আনা-নেওয়ায় সমস্যা হচ্ছে। এলাকাবাসী দ্রুত রাস্তাটি নির্মাণ করে চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছে।

ওই রাস্তাটি বিলীন হয়ে চলাচলের অযোগ্য হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানিয়েছে।

সোনিয়া মৎস্য খামারের মালিক সিদ্দিকুর রহমান জানান, রাস্তা পুকুরের কারণে ধসে পড়েনি। রাস্তা ঢালু হওয়ার কারণে মাটি পুকুরে চলে যায়। ফলে রাস্তাটি বিলীন হওয়ার পথে।

শ্রীফলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য নুরুল আমীন জানান, ওই রাস্তায় ইউনিয়ন পরিষদ থেকে মাটি ভরাট করা হয়েছিল। বর্তমানে মৎস্য খামার থাকায় রাস্তার কোনো অস্তিত্ব নেই।