শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আরও তিন দেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশ
Spread the love

প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিন দেশের প্রধানমন্ত্রী।

নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে টানা তৃতীয় ও চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা।

রোববার দুপুরে পৃথক পৃথক বার্তায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টারস অব বসনিয়া-হার্জেগোভিনা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, ইরানের প্রেসিডেন্ট রুহানি, চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮টি আসন।