শাহরুখ খানের দাম্পত্য জীবন নিয়ে কৌতূহল ভক্তদের

বিনোদন
Spread the love

বলিউড বাদশা শাহরুখ খানের দাম্পত্য জীবন নিয়ে কৌতূহল আছে ভক্তদের। বিয়ের প্রায় ২৮ বছর পরেও স্ত্রী গৌরী খানের সঙ্গে শাহরুখের অটুট বন্ধন কিভাবে সম্ভব এ নিয়েও আছে আলোচনা।

তাদের প্রেমকাহিনী আলোচনা ও প্রশংসা করেন বলিউড তারকারা। মাঝে মাঝে এই দম্পতির জীবনের ছোটখাটো বিষয়গুলো সামনে আসে বড় আকারে।

সম্প্রতি গৌরী খান শাহরুখের কাছ থেকে পাওয়া প্রথম গহনা উপহার বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন। দিল্লিতে একটি গয়নার দোকানের উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গৌরী। সেখানে তাকে প্রশ্ন করা হয়, শাহরুখ তাকে প্রথম কোন গয়না উপহার দিয়েছিলেন? জবাবে গৌরী বলেন, ‘ও আমাকে বিয়েতে একটা সোনার আংটি দিয়েছিল।’

বিভিন্ন গয়নার প্রতি নিজের ভালোবাসার কথা বলেন গৌরী। বিশেষ করে হিরার গয়না তার বেশি পছন্দ। তাদের মেয়ে সুহানাও গয়না পরতে ভালোবাসে। আর মেয়ের জন্য বিয়ের গয়না প্রস্তুত রেখেছেন এই দম্পতি। মায়ের কাছ থেকে পাওয়া গয়না মেয়েকে দেবেন বলে জানান গৌরী। সূত্র: আনন্দবাজার পত্রিকা।