সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ না ভেঙে দিয়ে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সাংসদদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও মন্ত্রিপরিষদ সচিবকে মঙ্গলবার এ নোটিশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
নোটিশে আগামী ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সাংসদদের শপথ বাতিলের দাবি জানানো হয়েছে। তা না হলে হাইকোর্টে রিট দায়ের করা হবে। এ বিষয়ে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। ওই অনুচ্ছেদ প্রতিপালন না করে অর্থাৎ দশম সংসদ ভেঙে না দিয়ে একাদশ সংসদে নির্বাচিত সদস্যরা শপথ নেওয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থী।
নোটিশে বলা হয়, ২৮ জানুয়ারি দশম জাতীয় সংসদের ৫ বছর পূর্ণ হবে। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গত ৩ জানুয়ারি নতুন সাংসদরা শপথ নিয়েছেন।

