আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের বহিস্কৃত সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী নেতাকর্মী-সমর্থকদের উপর হামলা ও তাঁর গাড়ি বহরে ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে কালিহাতী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-১। উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. হয়রত আলী তালুকদারের ছেলে সালাহউদ্দিন তালুকদার, ২। মৃত আব্দুস ছাত্তার আকন্দের ছেলে মারুফ হোসেন আকন্দ, ৩। হাজ্বী ইমান আলী প্রামাণিকের ছেলে আব্দুল লতিফ প্রামাণিক ও ৪। আবুল হোসেন (ড্রাইভার) এর ছেলে জয়নাল আবেদীন।
জানা যায়, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কালিহাতী থানার ইনচার্জ অফিসার মীর মোশরফ হোসেন বলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের আব্দুল লতিফ সিদ্দিকী অভিযোগ দাখিল করার প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে ওই চারজন কে গ্রেফতার করা হয়। তারপর তাদেরকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।

