রাসেল বাদ, উইন্ডিজ দলে লুইস

খেলা
Spread the love

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটের অন্যতম সেরা তারকা আন্দ্রে রাসেল। আইপিএল-বিপিএলসহ পিএসএলের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলছেন এই অলরাউন্ডার। অথচ তাকে বাদ রেখেই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

শুধু রাসেলই নন, ইনজুরির কারণে দলে নেই কায়রন পোলার্ড। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটের মহাতারকা ক্রিস গেইল যে বাংলাদেশ সফরে আসবেন না সেটা আগেই জানা ছিল।

এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিটির প্রধান কোর্টনি ব্রাউন জানিয়েছেন, ‘বাংলাদেশ সফরে আমরা আমাদের মহাতারকা ক্রিস গেইলকে ছাড়া খেলব। তবে ইংল্যান্ডের ক্যারিবীয় সফর ও ২০১৯ বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়ে রেখেছে সে।’

বাংলাদেশ সফরে না আসা নিয়ে গেইল জানিয়েছেন, ‘আমার এখনও অনেক কিছু দেয়ার আছে। তবে ক্রিকেটের বাইরেও আমার একটি জীবন আছে। অনেক দিন ধরেই ক্রিকেট খেলেছি। এখন যতটা সম্ভব পরিবারের সঙ্গে সময় কাটানো দরকার।’

আগামী সোমবার সিলেট স্টেডিয়ামে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক এই সিরিজে ক্যারিবীয় দলে ফিরেছেন ওপেনার এভিন লুইস, পেস বোলার কেশরিক উইলিয়ামস এবং শেলডন কোট্রেল। তবে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন ওবেদ ম্যাকয় ও কায়রন পোলার্ড।

টি-টোয়েন্টি সিরিজে উইন্ডিজ দলের নেতৃত্ব দেবেন কার্লোস ব্র্যাথওয়েট। জেসন হোল্ডারের ইনজুরির কারণে টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করা রোভম্যান পাওয়েল থাকবেন সহঅধিনায়কের দায়িত্বে।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্র্যাভো, শিমরন হেটমায়ার, ফ্যাবিয়েন অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমো পল, খ্যারি পিয়েরে, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, শাই হোপ, শেরফানে রাদারফোর্ড, শেলডন কোট্রেল, ওশানে টমাস।