বাংলাবাণী ডেস্ক: ফেসবুক আইডিতে মুজিববর্ষ ও প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে একটি স্টেটাস দেয়ার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এএফএম আজিজুল ইসলাম পিকুলকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, নান্দাইল উপজেলা ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম মামুন (Azizul Islam Piqul) নামে একটি ফেসবুক আইডিতে মুজিববর্ষ ও প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে একটি স্টেটাস দেন। বিষয়টি ছাত্রলীগ নেতাদের নজরে আসে। এ নিয়ে তারা প্রতিবাদ জানান।
পরে ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম মামুন বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে একটি নিয়মিত মামলা করেন।
নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম মামুন বাদী হয়ে একটি মামলা করেছেন, যার মামলা নং- ৩৪ (১)/২০২০।
সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলকে গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান ওসি।

