মিথ্যাচারে বিশ্বচ্যাম্পিয়ন বিএনপি-যুবলীগ চেয়ারম্যান

বাংলাদেশ
Spread the love

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘বিএনপি মিথ্যাচারে বিশ্বচ্যাম্পিয়ন। তারা মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করে। শয়তান যেমন মানুষকে বিভ্রান্ত করে, বিএনপি নেতাকর্মীরাও একইভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করে। এদের কবল থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে।’

সোমবার দুপুরে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে সিলেট জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওমর ফারুক আরো বলেন, ‘সিলেটে নৌকা মার্কার জয় নিশ্চিত কতে যুবলীগের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, নৌকা উন্নয়নের প্রতীক, স্বাধীনতার প্রতীক।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সবাইকে দিয়েছেন। মন্ত্রী, এমপিসহ দলীয় বিভিন্ন পদ প্রদানের মাধ্যমে সবাইকে মূল্যায়ন করেছেন। বিনিময়ে আমরা তাকে কি দিতে পারি? আমরা তাকে নৌকার বিজয় উপহার দিতে পারি। সারাদেশের সব নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করাটাই হবে শেখ হাসিনার জন্য হবে বড় সংবর্ধনা, বড় উপহার।’

সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ, বিশেষ বক্তা ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।