মারা গেলেন বেদের মেয়ে জোসনা প্রযোজক আব্বাস উল্লাহ

বিনোদন
Spread the love

মারা গেলেন বেদের মেয়ে জোসনা প্রযোজক আব্বাস উল্লাহ শিকদার (৬৫) আর নেই।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু ও পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা সাংবাদিকদের তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম খসরু বলেন, আব্বাস উল্লাহ ভাই দুই বছর ধরে অসুস্থ ছিলেন। তার স্মৃতিশক্তি লোপ পেয়েছিল। তিনি কাউকে চিনতে পারছিলেন না। নিয়মিত চিকিৎসার মধ্যেই ছিলেন। কিন্তু শনিবার আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন।

আব্বাস উল্লাহ শিকদার ‘বেদের মেয়ে জোসনা’, ‘পাগল মন’, ‘মনের মাঝে তুমি’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘জ্বী হুজুর’সহ দর্শক নন্দিত চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলার অন্যতম কর্ণধার ছিলেন। তার বাবা ছিলেন সাবেক বনানী পৌরসভার চেয়ারম্যান।