সংসদ সদস্য অধিনায়ককে নিয়ে উচ্ছ্বসিত রংপুর রাইডার্স কোচ টম মুডি। হয়তো মাশরাফির ক্রিকেট মাঠের পারফরমেন্স, রাজনীতির পারফরমেন্স কিংবা মানুষ হিসেবে তার জনপ্রিয়তা মুগ্ধ করেছে ক্রিকেটের অভিজ্ঞ এই কোচকে। কিন্তু মাশরাফির মধ্যে নেই আলাদা কোন অনুভূতি। আর দশটা ম্যাচে মাঠা নামার মতোই অনুভূতি তার। বিপিএলে শনিবার উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামার আগে এমনটাই বললেন তিনি।
ক্রিকেটের পরিচয়েই মাঠে নামছেন মাশরাফি। তাকে যেন শুধু ক্রিকেটার হিসেবে দেখা হয় সেই অনুরোধও করলেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। গেল কিছু দিন খুব ব্যস্তাতার মধ্যে দিয়ে গেছে তার। সংসদ নির্বাচনের জন্য গণসংযোগ। এরপর ঢাকায় এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়া। বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে মাঠে গিয়ে টিম মিটিংও করেছেন। কিন্তু নিপুন কারিগরের মতো দুই জগৎকে দুই দিকে রেখে এগিয়ে নিচ্ছেন তার দিন, তার লক্ষ্য।
শুক্রবার মিরপুর একাডেমি মাঠে রংপুরের অনুশীলন শেষে মাশরাফি বলেন, ‘সংসদ সদস্য হয়ে মাঠে নামায় আলাদা কোন অনুভূতি নেই। আমি মাঠে ক্রিকেটার হিসেবে পরিচিত। সেই পরিচয়েই মাঠে নামছি। সংসদ সদস্য হিসেবে নয়। আশা করছি আপনারাও আমাকে শুধু ক্রিকেটার হিসেবেই দেখবেন।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে নির্বাচনী প্রচারে যোগ দেন মাশরাফি। সিরিজ খেলার সময়ে হ্যামস্ট্রিংয়ে চোট ছিল। চোট এখনও আছে তার। প্রচারে থাকার সময় হয়নি ঠিকমতো ফিটনেস নিয়ে কাজ করা। সব মিলিয়ে মাঠে নেমে পারফর্ম করতে একটু সময়ে লাগতে পারে বলে মনে করছেন মাশরাফি।
মাশরাফি বলেন, ‘ছুটোছুটি করা, দুই কাজের মধ্যে ঢুকে যাওয়া কঠিন। তাই এখনো বড়ভাবে কিছু চিন্তা করতে পারছছি না। তবে এবার পুরোপুরি খেলার মধ্যে ঢুকে যাচ্ছি খেলা নিয়ে ভাবতে পারবো। হয়তো একটু সময় লাগবে মানিয়ে নিতে। তবে আশা করছি পারবো। ইনজুরি যেহেতু কিছুটা আছে বল করা নিয়ে ভাবাবার আছে। টি-২০ ফরম্যাটে সর্বশেষ গত আসরে খেলেছি। এখানেও মানিয়ে নিতে হবে। একটু সময় লাগবে তবে চেষ্টা করছি যেন দলকে সাহায্য করতে পারি।’

