বগুড়া শহরের জলেশ^রীতলাস্থ টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলার সহ শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেসমিন আরা মতিন, অভিভাবক ও শিক্ষক সমিতির সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, ব্যবস্থাপনা কমিটির সদস্য আকতারুজ্জামান নান্টু। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আকতার, সুর্যোদয় ব্যায়াম সংঘের সাধারণ সম্পাদক শাহান বারী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি সুলতান মাহমুদ খান রনি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

