
বাংলা বাণী:
দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, অর্থ পাচার, খেলাপীঋণ-ব্যাংক ডাকাতি রোধ; কালো টাকা, খেলাপীঋণ ও পাচারের টাকা উদ্ধার; আয়ের সাথে সঙ্গতিহীন সম্পদ বাজেয়াপ্ত; দুর্নীতিবাজ, ঋণখেলাপী, অর্থ পাচারকারীদের গ্রেপ্তার-বিচার ও বাম বিকল্প গড়ে তুলে ফ্যাসিবাদী সরকার উচ্ছেদ করার দাবিতে- বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজ মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১ টায় সাতমাথায় সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার নেতা সিপিবি জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ। সভা সঞ্চালনা করেন বাসদ বগুড়া জেলা সদস্য সচিব কমরেড অ্যাড দিলরুবা নূরী।
সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক সাইফুল ইসলাম পল্টু, সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, বাসদ বগুড়া জেলা সাবেক সদস্য সচিব জেলা সদস্য সাইফুজ্জামান টুটুল, সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম প্রমূখ নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন লাগামহীন দুর্নীতির একের পর এক ঘটনা বেরিয়ে আসছে। দুর্নীতি ও অপরাধের তথ্য উদ্ঘাটনের দায়িত্ব পুলিশ বাহিনীর। কিন্তু সংবাদ মাধ্যমের দ্বারা জনগণ জানতে পারছে সাবেক আইজিপি বেনজির আহমদে ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের কাহিনী। একইসাথে এনবিআর এর সদস্য ও সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মতিউর রহমানের অঢেল সম্পদের খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডের পর সোনা চোরাচালানের বিরাট কাহিনীও প্রকাশিত হয়। দেশবাসী মনে করে এরকম লোক মাত্র এক দুজন নয়, শত শত আছেন। একের পর এক দুর্নীতির খবর প্রকাশ হওয়ার পরই দুদক মামলা করছে। অর্থাৎ দুদক যেন বাধ্য হয়ে মামলা করছে। অথচ দুর্নীতির এই ঘটনাগুলো খুঁজে বের করা ছিল দুদকেরই কাজ। সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, অর্থ পাচার, খেলাপীঋণ-ব্যাংক ডাকাতি রোধ; কালো টাকা, খেলাপীঋণ ও পাচারের টাকা উদ্ধার; আয়ের সাথে সঙ্গতিহীন সম্পদ বাজেয়াপ্ত; দুর্নীতিবাজ, ঋণখেলাপী, অর্থ পাচারকারীদের গ্রেপ্তার-বিচার ও বাম বিকল্প গড়ে তুলে ফ্যাসিবাদী সরকার উচ্ছেদ করা এবং সকল সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিবাজ যে সকল কর্মকর্তা-কর্মচারি আছেন তাদের খুঁজে বের করে তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

