বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত

জেলার খবর
Spread the love

বগুড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পুতু সরকার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি শহরের চকসূত্রাপুর এলাকার মজিবর সরকারের ছেলে এবং আলোচিত যুবলীগ নে

বগুড়া জেলা-যুগান্তর

তা মতিন সরকার ও শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই।

বগুড়ায় এক কিশোরীকে ধর্ষণ এবং পরে সেই কিশোরী ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় আলোচিত তারা।

বৃহস্পতিবার গভীর রাতে শহরের ভাটকান্দি ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে একটি পাইপগান, একটি ওয়ান শুটারগান, আট রাউন্ড কার্তুজ ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী  জানান, রাত ৩টার দিকে শহরের ভাটকান্দি ব্রিজের পূর্ব পাশে দুদল মাদক ব্যবসায়ী সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে একদল ফোর্স যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলিবর্ষণ শুরু করে।

একপর্যায়ে পুলিশ পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পুতু সরকারকে পাওয়া যায়।

তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সনাতন চক্রবর্তী জানান, মতিন ও তুফান সরকারের ভাই পুতুর বিরুদ্ধে সদর এবং শিবগঞ্জ থানায় মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে।