করেছে জেলা পুলিশ।গতকাল রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)র দিক নির্দেশনায় পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স শাখা ও বগুড়া জেলা পুলিশের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থানাধীন ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা এলাকার জয়পুরহাট সড়কের মোড় হতে নব্য জেএমবিরর উত্তরবঙ্গের ১৬জেলার সামরিক প্রধান ও শুরা সদস্য বাবুল আক্তারসহ ৪জনকে আটক করা হয়। আটকের সময় জঙ্গী সদস্যদের নিকট থেকে একটি ৯ এমএম বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড ৯ এমএম বিদেশী পিস্তলের তাজা গুলি,৭.৬৫ পিস্তলের ১০ রাউন্ড তাজা গুলি ৪ টি অত্যাধুনিক বার্মিজ চাকু ও১ টি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার বিরামপুর থানার কসবা সাগরপুর গ্রামের মৃত শফিকুল দর্জির ছেলে উত্তরবঙ্গের ১৬ জেলার জঙ্গীর সামরিক প্রধান বাবুল আক্তার ওরফে বাবুল মাষ্টার, নওগা জেলার মান্দা উপজেলার পারইল আছির হাজীপাড়ার মৃত লোকমান আলীর ছেলে দেলোয়ার হোসেন মিস্ত্রি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলার আলমগীর হোসেন আরিফ,গাজীপুর জেলার কাপাসিয়া থানার আফজাল হোসেন লিমন।

