বগুড়ার সাতটি আসনে রোববার মনোনয়ন প্রত্যাহারের দিন ১১ জন সরাসরি প্রত্যাহার ও দলীয় একাধিক প্রার্থী থাকায় স্বয়ংক্রিয়ভাবে ৬ জনের মনোনয়ন প্রত্যাহার হয়েছে।
রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
রিটার্নিং অফিসার অফিস সুত্র জানায়, সাতটি আসনে মোট ৮৩ জন প্রার্থী ছিলেন। বাছাইয়ে ৫৬ জনের মনোনয়ন বৈধ হয়। পরবর্তীতে আপিলে আরও ৫ জন বৈধতা পান। মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৬১ জনে।
রোববার প্রত্যাহারের দিন ১১ জন প্রার্থী সরাসরি আবেদনের মাধ্যমে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া দলীয় একাধিক প্রার্থী থাকায় স্বয়ংক্রিয়ভাবে ৬ জনের মনোনয়ন প্রত্যাহার হয়ে যায়। বর্তমানে ৪৪ জন প্রার্থী রইলেন। পরবর্তীতে উচ্চ আদালতের আদেশে মেয়র, উপজেলা চেয়রম্যান বা অন্য কারো প্রার্থীতা বহাল হলে এ সংখ্যা বাড়বে।
মনোনয়ন প্রত্যাহারকারী ১৭ জন হলেন:
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জাতীয় পার্টির গোলাম মোস্তফা বাবু, বিএনপির মোহাম্মদ শোকরানা ও জাসদের হাসান আকবর আফজল।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র (জামায়াত) প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির আবদুল মোমিন তালুকদার ও জাসদের নজরুল ইসলাম।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির জিয়াউল হক (স্বয়ংক্রিয়), বিএনপির আনিসুর রহমান (স্বয়ংক্রিয়) ও বিএনপির সাইফুল ইসলাম (স্বয়ংক্রিয়) এবং জাতীয় পার্টির হাজী নুরুল আমিন বাচ্চু।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির জানে আলম খোকা (স্বয়ংক্রিয়), জাসদের রাসেল মাহমুদ ও বিকল্প ধারার মাহবুব আলী।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির রেজাউল করিম বাদশা (স্বয়ংক্রিয়) ও জাসদের ইমদাদুল হক ইমদাদ।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জাতীয় পার্টির এটিএম আমিনুল ইসলাম (স্বয়ংক্রিয়) ও জাসদের (রব) রিয়াজুল মোর্শেদ।

