বাংলাবাণী ডেস্কঃ
ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির এবার বই লিখেছেন। ‘বিহাইন্ড দ্য সিন’ নামে বইটির মোড়ক উন্মোচন হবে একুশে বইমেলায়। অধ্যায়ন প্রকাশনীর প্রকাশিত বইটি মেলার ১৭ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে।
এছাড়া রকমারি.কম থেকেও বইটি প্রি-অর্ডার করে পাওয়া যাবে।বই লেখা নিয়ে সালমান মুক্তাদির তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, মানুষের ভণ্ডামি, অযৌক্তিকতা, হিউম্যান সাইকোলজি আর মানুষের স্বভাব নিয়ে বইটি লেখা। এতে সাহিত্য বা গ্রামার বেইজড কিছু নেই।

