বাংলাবাণী ডেস্ক:
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে এক ভ্যানচালক নিহত হয়েছে। এ সময় ভ্যানে থাকা দুই আলু চাষি আহত হয়েছে।
নিহত ভ্যানচালকের নাম জাহাঙ্গীর আলম (৩৬)। তিনি পার্বতীপুর উপজেলার হাবড়া আরজিদেবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত দুই আলু চাষি মহিনুর (৪৫) ও ওবায়দুর রহমান ( ৪৭) দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি।
আজ সোমাবার সকাল ১০টার সময় দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের বারাই হাটের কাছে এই দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম ভ্যানে করে একই গ্রামের আলু চাষি মহিনুর ও ওবায়দুর রহমানকেসহ তাদের আলু নিয়ে ফুলবাড়ী বারাইহাটে নিয়ে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে ঘটনা স্থলেই জাহাঙ্গীর আলম মারা যায়। আহত অবস্থায় মহিনুর ও ওবায়দুর রহমানকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। ট্রাকটি স্থানীয়রা আটক করেছে।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
