নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া: রিট খারিজ

বাংলাদেশ
Spread the love

নির্বাচনে অংশ নেয়ার নির্দেশনা চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা তিন রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এর ফলে বিএনপি চেয়ারপারসনের নির্বাচনের অংশ নেয়ার কোনো সুযোগই অবশিষ্ট থাকলো না।

এর আগে এই বেঞ্চের প্রতি খালেদা জিয়ার আইনজীবীদের করা অনাস্থার আবেদন খারিজ করে দেয়া হয়। পাশাপাশি রিট আবেদন আজকের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়। দুটি মামলায় দন্ডিত হওয়ায় তিনটি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে রিট করেন তিনি।