থাইল্যান্ডে নির্বাচনের তারিখ ঘোষণা করলো জান্তা সরকার

আন্তর্জাতিক
Spread the love

অবশেষে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করল থাইল্যান্ডের নির্বাচন কমিশন। নতুন বছরের ২৪ ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার বলে জানিয়েছে কমিশন। খবর এনডিটিভির।

এর আগে চলতি মাসের শেষের দিকে রাজনৈতিক তৎপরতা চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সামরিক সরকার। এর পরপরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো।

এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের কর্মকর্তা নাট লাওসিসাওয়াকুল বলেন, ‘নির্বাচনের দিন হিসেবে ২৪ ফেব্রুয়ারি, ২০১৯-কে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।’

এই নির্বাচনের মাধ্যমে দক্ষিণপূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে গণতন্ত্র ফিরে আসবে বলে আশা করছেন অনেকে।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারের বিরুদ্ধে কয়েক মাস ধরে রাস্তায় রাস্তায় ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের পর ২০১৪ সালে থাইল্যান্ডের ক্ষমতা গ্রহণ করে সামরিক জান্তা। ক্ষমতা গ্রহণের পর শৃঙ্খলা ফিরিয়ে আনার অজুহাতে রাজনৈতিক তৎপরতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সামরিক বাহিনী।