তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আইজিপি এ এস এম শাহজাহান মারা গেছেন

বাংলাদেশ
Spread the love

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আইজিপি এ এস এম শাহজাহান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।তার মেয়ে ডা. উজমা সাইদ জানান, তার বাবা পারকিনসনস ডিজিজে ভুগছিলেন। গত ২৬ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার জানাজা শেষে বনানী করবস্থানে তাকে দাফন করা হবে।এএসএম শাহজাহান ২০০১ সালের ১৫ জুলাই গঠিত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন।এছাড়া ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্বও পালন করেন। এরপর তিনি সরকারের সচিবের দায়িত্ব পান। এরপর তিনি অবসরে যান ১৯৯৯ সালে।১৯৪১ সালে নোয়াখালীর বেগমগঞ্জে জন্ম নেওয়া এ এস এম শাহজাহান সহকারী পুলিশ সুপার হিসাবে যোগ দেন ১৯৬৬ সালে।