ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটুর জন্য ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা যায়নি তাদের। কিন্তু এবার ঘরের মাঠে রোভম্যান পাওয়েলের দলকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশ দলের সামনে। যদিও বাংলাদেশ সেই চিন্তা নিয়ে মাঠে নামছে না বলে জানান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া ওয়ানডে সিরিজ শুরুর আগে উইকেট কেমন হবে। পেস নাকি স্পিন আক্রমণ এসব নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ধবলধোলাই করা নিয়ে উঠল কথা। এ নিয়ে মাশরাফি বলেন, ‘এখনও ওয়ানডে সিরিজ শুরু হয়নি। হোয়াইটওয়াশ মাথায় আনার সুযোগ নেই। ওয়েস্ট ইন্ডিজের ‘মাসল পাওয়ার’ অনেক বেশি। আমাদের জন্য প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। ওদের কাছে ফরম্যাট যত ছোট তত বেশি সুট করবে। প্রথম ম্যাচের দিকেই তাই আমাদের ফোকাস।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের সেরা দুই তারকা তামিম-সাকিবকে পাচ্ছেন মাশরাফি। যেটা দলের জন্য বড় এক পাওনা। মাশরাফি বলেন, অবশ্যই সাকিব-তামিম দলে থাকা বড় সুবিধা। প্রস্তুতি ম্যাচেও তামিম দারুণ খেলেছে। এটা তামিম ও আমাদের জন্য স্বস্তির। তবে তামিম প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছে বলে পরের ম্যাচেও অসাধারণ খেলবে এমন প্রত্যাশা করা যাবে না। সাকিব দুইটা টেস্ট খেলে কিছুটা মানিয়ে নিয়েছে। তামিমের সময় লাগতেও পারে। তবে ওরা দু’জন থাকা দলের জন্য স্বস্তিদায়ক।’
বাংলাদেশ দলের চার ওপেনারই দারুণ ফর্মে আছেন। তামিমের সঙ্গে কে ওপেন করবে এটা ছিল মাশরাফির কাছে অবধারিত প্রশ্ন। মাশরাফিও এর সরাসরি উত্তর দিলেন না। তবে তার যা ইঙ্গিত দলে থাকতে পারেন সৌম্য-ইমরুল দু’জনই। লিটন, সৌম্য ও ইমরুলের একজনকে নিচে ব্যাট করতে দেখা যেতে পারে।
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘টপ অর্ডারের সবাই ফর্মে থাকা মধুর সমস্যা। কোচ-নির্বাচকদের সঙ্গে আলাপ করে একটা সিদ্ধান্ত নিতে হবে। টপ অর্ডারকে নিজের দিকে খেলানোর ব্যাপারেও আলোচনা হচ্ছে। আমাদের কয়েকজন ওপেনার নিচে ব্যাটিং করেছে। ইমরুল ছয়ে একটা অসাধারণ ইনিংস খেলেছে। সৌম্য ফাইনালে সাতে নেমে ভালো করেছে। বিশ্বকাপের কথা ভেবে আমরা এমন কিছু করতেও পারি!’

