জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য ছিল তেল-জলের মতো: আইনমন্ত্রী

রাজনীতি
Spread the love

জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য ছিল তেল-জলের মতো। তাদের এজেন্ডা ছিল ব্যক্তিগত। যেহেতু ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়িত হয়নি তাই এখন আর কেউ কারও কথা শুনছে না। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।  সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রসঙ্গে আনিসুল হক বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে উন্নয়ন হোক এটা তারা চায় না। বিএনপি জানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তাই তারা নির্বাচন বর্জনের উছিলা খুঁজছে। কিন্তু তারা বর্জন করলেও নির্বাচন প্রক্রিয়া অব্যাহত থাকবে।বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, এম জি হাক্কানী ও কাজী আজহারুল ইসলাম।