গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক ঘটনায় একটি বস্তার গুদাম ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়েছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনাবাজার এলাকায় চায়ের দোকানে এবং শনিবার রাত ৩টার দিকে কেওয়া পশ্চিমখণ্ড প্রশিকা মোড়ে বস্তার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ চক্রবর্তী জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে মাওনাবাজার এলাকায় বাচ্চু মিয়ার চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দোকানের মালামাল পুড়ে যায়।
এ ছাড়া শনিবার রাত ৩টার দিকে প্রশিকা মোড় এলাকায় সানোয়ার হোসেন সানুর মালিকানাধীন একটি বস্তার গুদামের আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নিরুপম করা সম্ভব হয়নি।
