খাশোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত সৌদি যুবরাজের পরামর্শক ট্রাম্প জামাতা!

আন্তর্জাতিক
Spread the love

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে পরামর্শ দিয়ে আসছেন ট্রাম্পের জামাতা জারেদ কুশনের। খবর সিএনএনের।

সিএনএনের খবরে বলা হয়, খাশোগি খুন হওয়ার পর আন্তর্জাতিক মহলের পরিস্থিতি কেমন তা সৌদি যুবরাজকে ক্রমাগত অবহিত করেন ট্রাম্পের জামাতা। এছাড়া সালমানকে বিভিন্ন ধরণের পরামর্শ দেন।

নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে সিএনএন।

Jared Kushner is seen at the Royal Court after US President Donald Trump received the Order of Abdulaziz al-Saud medal in Riyadh on May 20, 2017. (Photo by MANDEL NGAN / AFP)

এ ব্যাপারে সিএনএন হোয়াইট হাউসকে প্রশ্ন করলে বিস্তারিত কিছু জানায়নি।

হোয়াইট হাউসের ভাষ্য, জারেদ কুশনের অনেক দেশের কূটনীতিকদের সঙ্গে শখ্য আছে। সৌদি যুবরাজও এক্ষেত্রে ব্যতিক্রম না।

নিউইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়, প্রায় দুই বছর ধরে ট্রাম্প জামাতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সালমানের।

নিউইয়র্ক টাইমসের খবরে আরও বলা হয়, তুরস্কের সৌদি দূতাবাসে খাশোগি খুন হওয়ার পর সালমানের সঙ্গে ‘প্রাইভেট বার্তা’ আদান-প্রদান চালিয়ে যাচ্ছেন ট্রাম্প জামাতা।