কোতয়ালীকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে: পুলিশ কমিশনার

দেশবাণী
Spread the love

বাংলাবাণী ডেস্কঃ মমিনুল ইসলাম রিপন, রংপুর নিজস্ব প্রতিবেদক: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ বুধবার সকালে কোতয়ালী থানা পরিদর্শন করেছেন। বার্ষিক পরিদর্শনের অংশ হিসাবে তিনি কোতয়ালী থানা পরিদর্শন করেন। এসময় রংপুর মেট্রোপলিন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) কাজী মোত্তাকী ইবনু মিনান, অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) শহিদুল্ল্যাহ কাওসার, কোতয়ালী জোনের সহকারি কমিশনার জমির উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশীদসহ কোতয়ালী থানার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পুলিশ কমিশনার কোতয়ালী থানার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, কোতয়ালী থানাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে যা করার দরকার তাই করা হবে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। কোতয়ালী থানা এলাকায় যেন চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজিসহ যে কোন অপরাধ নির্মূলে পুলিশকে আরও সজাগ হতে হবে।

তিনি বলেন, অসহায় ও বিপদগ্রস্থ মানুষ যেন থানায় এসে খুব স্বাভাবিকভাবে কথা বলতে পারে। সে জন্য আন্তরিক হতে হবে। কোন রকম হয়রানি ছাড়া ভুক্তভোগী যেন মামলা ও জিডি করতে পারে। থানা থেকে বের হয়ে মানুষের যেন বলতে পারে আরপিএমপি পুলিশ জনবান্ধব। পরিদর্শনের সময় পুলিশ কমিশনার কোতয়ালী থানার ভবন, অফিস রুমসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। এসময় আরপিএমপি কোতয়ালী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।