বাংলাবাণী ডেস্কঃ
বগুড়ার কাহালুর চাঞ্চল্যকর কাঠমিস্ত্রী আলম মন্ডল (২৫) হত্যা মামলার আরও ১ আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ। কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদ হাসান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে মামলার আসামী হামিদুল ইসলাম বুলেট (১৬)কে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত হামিদুল ইসলাম বুলেট বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ মাগুড়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র। ইতিপুর্বে কাহালু থানা পুলিশ কাঠমিস্ত্রী আলম মন্ডল হত্যা মামলার প্রধান আসামী সৈয়দ সিহাব আহম্মেদ ওরফে সম্রাট (২৪), সহযোগী আসামী আল আমিন ওরফে আকাশ (২৬) ও বিকাশের দোকানদার অমিত বসাককে গ্রেফতার জেল হাজতে পাঠিয়েছেন। উল্লেখ্য যে, আসামীরা গত ০২/০১/২০২০ইং তারিখে রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকা হতে পৌনে ৯ টায় কাহালু থানাধীন বারমাইল টু নামুজাগামী পাকা রাস্তার কালাই ঘোনপাড়াগামী কাঁচা রাস্তা সংলগ্ন স্থানে অবস্থান নেয়।
মামলার ভিকটিম পথচারী কাঠমিস্ত্রী আলম মন্ডল ও অপর পথচারী বিপ্লব সরদার দ্বয়কে আসামীরা চাকু দ্বারা ভয় দেখিয়ে তাহাদেরকে উঠিয়ে লইয়া উপজেলার সপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে বিলে আলু ক্ষেতের উত্তরে বাগানবাড়ীতে নিয়ে যায়। এ সময় ভিকটিম আলম মন্ডল জোরাজুরি করিলে মামলার আসামীরা বার্মিজ চাকু দ্বারা আলম মন্ডলকে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় আলম মন্ডলের পিতা শিবগঞ্জ উপজেলার নলডুবি মধ্যপাড়া গ্রামের লাল চাঁন মন্ডল বাদী হয়ে কাহালু থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন।

