করোনা: ৮৭ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব বিএনপির

রাজনীতি
Spread the love

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে দেশে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সহায়তার জন্য ৮৭ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে বিএনপি।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে এ প্রস্তাব দেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল করোনাভাইরাসের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাব্য ‘মহাদুর্যোগ’ মোকাবিলায় বিএনপির পক্ষ থেকে ২৫টি সুপারিশ তুলে ধরেন এবং এসব সুপারিশ বাস্তবায়নে জিডিপির ৩ শতাংশ অর্থের সমন্বয়ে ৮৭ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের জন্য সরকারের কাছে প্রস্তাব দেন।