বাংলাবাণী ডেস্কঃ
সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কে বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী আমেরিকা প্রবাসীসহ দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক মোটরসাইকেল আরোহী।
আজ শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ৪টার দিকে দিরাই পৌর সদরের সুজানগর নামক এলাকায় এ হাতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, দিরাই থেকে ছেড়ে যাওয়া বেপরোয়া পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মৃত মিয়াধন উল্লার ছেলে আমেরিকা প্রবাসী সদ্যবিবাহিত মুমিন মিয়া (২৮) ও একই গ্রামের ধরণী দাসের ছেলে তারেশ দাস (৩০)। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী বদলপুর গ্রামের মুকুল মিয়াকে (২৭) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত আব্দুল মুমিন আমেরিকা থেকে গত মাসে দেশে ফেরেন। চলতি জানুয়ারি মাসের ৮ তারিখে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল জানান, পিকআপ ভ্যানের ঘাতক চালক দুর্ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে গেছে। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
