প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে কাজ করেছেন আমান রেজা ও সোনিয়া হোসেন। একটি ডিটারজেন্ট ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যাবে এই জুটিকে। ভারতে শুটিং হওয়া বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন সৌনক মিত্র।
এর আগেও ভারতে ছবি ও বিজ্ঞাপনে কাজ করেছেন আমান। তবে ভারতীয় টিমের সঙ্গে এই প্রথম কোনো বিজ্ঞাপনের শ্যুটিং করলেন সোনিয়া।
এ বিষয়ে সোনিয়া বলেন, ‘এই প্রথম ভারতীয় টিমের সঙ্গে কাজ করেছি। নতুন বছরে এই প্রথম বিজ্ঞাপনে কাজ করলাম। এই বিজ্ঞাপনে কাজ করে দারুন অভিজ্ঞতা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই প্রথম আমানের সঙ্গে কাজ করেছি। পুরো সময়টা আমরা দারুণ কাটিয়েছি। শিল্পী হিসেবে আমান খুবই সহযোগী মনো-ভাবাপন্ন। আমানের সঙ্গে আমি আরো অনেক কাজ করতে চাই।’

