বেতন বৈষম্যের প্রতিবাদে আজ শনিবারও সড়কে নেমে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। ঢাকার কয়েকটি স্থানে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন।
রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া ও টোলারবাগসহ বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করছেন।
শনিবার সকাল ১০টার দিকে শেওড়াপাড়ার কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসেন। ফলে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুর থানার ওসি দাদন ফকির বলেন, শ্রমিকদের শান্ত করতে চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৬ দিন ধরে বেতন বৈষম্যের প্রতিবাদে রাজধানী ও আশপাশের এলাকায় টানা বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। 

